নিজস্ব প্রতিনিধি।। প্রতি বছরের মতো এবারও পাঠ্য বই বিতরণ করেন ১ জানুয়ারি ২০২১ রোজ শুক্রবার । আদিনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণীর ছাত্রী তানিশা আজিজের হাতে সরকারের প্রথম বছরের উপহার বই তুলে দিয়ে ১ম থেকে ৫ম শ্রেণীর ছাত্র - ছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
করোনার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে নতুন বছর পাঠ্যপুস্তক বিতরণ আঙ্গিকে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।স্কুল কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আদিনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠুন ভট্টাচার্য্য , বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ব্রজ গোপাল ঘোষ, সহকারী শিক্ষক তপন দে, সহকারী শিক্ষক পিযুষ পাল, মন্জু রাণী দে, জয়শ্রী দত্ত শীলা, আনোয়ারা বেগম, শুক্লা প্রভা দত্ত, শামীমা সোলতানা বুলবুল। ব্যাংকার মাহবুব আলম,শফিউল আমলসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।