Advertisement


কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার ঘটনায় আ’লীগ নেতা আটক


কেন্দ্র দখ‌ল করে একযোগে নৌকা প্রতীকে জাল ভোট দেওয়ার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। টাঙ্গাইলের ভুঞাপুর পৌরসভা নির্বাচ‌নে কেন্দ্র দখ‌ল করে একযোগে নৌকা প্রতীকে জাল ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সমর্থকরা।  এ ঘটনায় উপ‌জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক‌ তা‌হেরুল ইসলাম তোতা‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।


আজ (শ‌নিবার) দুপুর আড়াইটার দি‌কে পৌরসভার ২নং ওয়া‌র্ডের টে‌পিবা‌ড়ি উচ্চ বিদ‌্যালয় কে‌ন্দ্রে এ ঘটনা ঘটে।


জানা গেছে, দুপু‌রের দি‌কে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাসুদুল হক মাসুদের লোকজন নৌকার স্লোগান নিয়ে ওই কে‌ন্দ্রে প্রবেশ করেন। এ সময় তারা কেন্দ্র দখল করে নৌকা প্রতী‌কে জাল ভোট দি‌তে থা‌কেন। পরে পুলিশ আসলে তারা পালিয়ে যান। পরে পুলিশ ওই কেন্দ্র থেকে আওয়ামী লীগ নেতা তা‌হেরুল ইসলাম তোতাকে আটক করে। 


টে‌পিবা‌ড়ি উচ্চ বিদ‌্যাল‌য় কে‌ন্দ্রের প্রিসাইডিং অফিসার এটিএম সামসুজ্জামান ব‌লেন, এক দল লোক নৌকার মি‌ছিল নি‌য়ে কে‌ন্দ্রে প্রবেশ ক‌রে জাল ভোট দি‌তে থাকেন। প‌রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী আসলে তারা পা‌লি‌য়ে যান। এ সময় নৌকা প্রতী‌কে কিছু ‌সিল মারা ব‌্যালট পাওয়া গে‌ছে বলে জানান তিনি। 


ত‌বে কী প‌রিমাণ ব‌্যাল‌টে জাল সিল মারা হ‌য়ে‌ছে সেই তথ‌্য দিতে রাজি হননি এ নির্বাচনী কর্মকর্তা।


জেলার অতিরিক্ত পু‌লিশ সুপার কাজী নুসরাত এ‌দীব লুনা ব‌লেন, নির্বাচনী কেন্দ্রে বিশৃঙ্খলা সৃ‌ষ্টির অভি‌যো‌গে উপ‌জেলা আওয়ামী লী‌গের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক‌কে আটক করা হ‌য়ে‌ছে।