কক্সবাজার সদর হাসপাতালে আগুন লেগেছে। ঠিক কি কারণে অাগুনের সূত্রপাত তা বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। হাসপাতাল থেকে রোগিদের সরিয়ে নেওয়া হচ্ছে। বের করে আনা হচ্ছে চিকিৎসার সব যন্ত্রপাতি।
সূত্র জানায় -আজ বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার কিছু পরে এই আগুন লাগার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যানি। আগুন লাগার সঠিক কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।
হাসপাতার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত বলে জানাযাচ্ছে। হাসপাতালের ৪ তলায় আগুন ও ব্যপক ধুয়া রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। মূলত ৪ তলার অবস্থা বেশ ভয়াবহ বলে তারা জানান।
বিস্তারিত আসছে..