মহেশখালীর তহসিলদার জয়নাল আটকের পর দুদকের অভিযানে আটক হয়েছে মহেশখালী ভূমি অধিগ্রহণ কাজে দালালির সাথে জড়িত আরও দুই দালাল। চট্টগ্রাম থেকে একটু আগে তাদের গ্রেফতার করা হয়৷
গ্রেফতারকৃতরা হল দালাল সার্ভেয়ার লোশব লাল দে ও দালাল মুহিববুলাহ। মুহিবুল্লাহর বাড়ি কক্সবাজারের ইনানী এলাকায়। দু'জনই কক্সবাজার এলএ অফিসের শীর্ষ দালাল।
সূত্র জানায় -আজ বিকাল ৫ টায় চট্টগ্রামে ওমরগণী এমইএস কলেজের সামনে (গেইট এলাকা) থেকে তাদের গ্রেফতার করেছে দুদকের উপসহকারী পরিচালক শরীফের নেতৃত্বে দুদকের একটি টিম।