কাব্য সৌরভ।। মহেশখালীতে গাছ কাটতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত ব্যক্তির নাম আবুল কাসেম (২২) তিনি হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র।
সহযোগি শ্রমিক ও স্থানীয় সূত্র জানায় -নিহত আবুল কাসেমসহ আরো ৪-৫ কাঠ শ্রমিক হোয়ানকের টাইম বাজারের কাঠ ব্যবসায়ী ভুতা মিয়া সওদাগরের কেনা গাছ কাটতে যায়। কাটতে যাওয়া ওই উঁচু গাছে উঠে রশি বাঁধতে গিয়ে অসাবধানতা বশত পা পিছলে আবুল কাসেম নিচে পড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়।
আহত আবুল কাসেমকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা হাসপাতালে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবুল কাসেমের অবস্থা আশংকাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহত আবুল কাসেম সন্ধ্যায় মারা যান বলে জানা যায়।
প্রসঙ্গতঃ বৃহস্পতিবার এক দিনে আলাদা দুর্ঘটনায় মহেশখালীতে দুই ব্যক্তির মৃত্যু হলো।