প্রেস নোট।। শিক্ষার্থীদের জন্য নতুন বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নতুন পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করলো ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়। আজ (২ জানুয়ারি-২০২১) শনিবার সকাল থেকে এই বই বিতরণ শুরু হয়। করোনার প্রাদুর্ভাবের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় ক্লাস ভিত্তিক বই বিতরণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এই বিষয়ে ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কাদের সিদ্দিকী জানান, বর্তমানে দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে সরকারের নির্দেশনায় সব ধরণের গণজমায়েত এড়িয়ে চলতে বলা হয়েছে। নতুন বছরে একাধিক শ্রেণির শিক্ষার্থীদের মাঝে একত্রে বই বিতরণে শিক্ষার্থীরা ঝুঁকির সম্মুখীন হতে পারে তাই আমরা শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করে ক্লাস ভিত্তিক বই বিতরণ করছি।
বই বিতরণে উপস্থিত ছিলেন, নুরুল কাদের সিদ্দিকী প্রধান শিক্ষক ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়, সিনিয়র শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা সেলিম উল্লাহ আজাদ, সিনিয়র শিক্ষক শামসুল আলম, সিনিয়র শিক্ষক মোঃ আলীসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।