Advertisement


এমপি আশেক ও মৎস্য অধিদপ্তরের ডিজির সোনাদিয়া পরিদর্শন


বিভিন্ন আধুনিক পদ্ধতি ব্যবহার করে চিংড়ি চাষসহ সার্বিক মাছ চাষের সম্ভাবনা যাচাইয়ের জন্য সরকারের একটি টিম সোনাদিয়াসহ মহেশখালীর উপকূল এলাকা পরিদর্শন করেছেন। গতকাল দিনভর দলটি মহেশখালীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বলে সূত্রে প্রকাশ। 


সূত্র জানায় -এ সময় টিমের সাথে ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। 


সরকারের মৎস্য অধিদপ্তর এর পক্ষে টিমের প্রধান হিসেবে ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ।


পরিদর্শন দলটি বেশীরভাগ সময় কাটান সোনাদিয়ায়। এ সময় সোনাদিয়ায় চলমান হাম রুবেলা টিকা প্রদান ক্যাম্পিং পরিদর্শন করেন।


তাছাড়া সোনাদিয়ার বিভিন্ন জীববৈচিত্র্য রক্ষার জন্য জেলেদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন পরিদর্শক দল। 


একই সাথে সোনাদিয়ার নারীদেরকে বিভিন্ন চাষ বিষয়ে আগ্রহী করার জন্য মতবিনিময় করেন।


এ সময় সরকারের মৎস্য অধিদপ্তরসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনের বিষয়টি সার্বিক সমন্বয় করেন কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন। 


সন্ধ্যায় দলটি কক্সবাজারের উদ্দেশ্যে সোনাদিয়া ত্যাগ করেন।