Advertisement


মহেশখালীতে বৈদ্যুতিক সটসার্কিটে এক যুবকের মৃত্যু


কাব্য সৌরভ।।
মহেশখালীতে বৈদ্যুতিক সট সার্কিটে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে আটটায় ছোট মহেশখালী ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবক আনোয়ার হোসেন (২০) ওই এলাকার নুরুজ্জামানের পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মাইজপাড়া গ্রামে মাহফিলের ডেকোরটার্সের ইলেক্ট্রিশিয়ান হিসেবে আনোয়ার বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে সট সার্কিটের দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে আনোয়ার হোসেন কে দ্রুত মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে বলে জানান নিহতের মা রোকেয়া বেগম।