Advertisement


মহেশখালীর ৩ জনসহ সৌদি আরবে আগুনে মোট ৭ জনের মৃত্যু

শাহেদ মিজান।। সৌদি আরবের মদিনা আল মনোরায়ারার আল-খলিল এলাকায় সোফা কারখানায় আগুন লেগে মহেশখালীর তিনজনসহ ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বাকি দুইজন চট্টগ্রামের লোহাগড়া দুই ভাই। বাকি দুই জনের পরিচয় সনাক্ত হয়নি। স্থানীয় সময় বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জেদ্দাস্থ বাংলাদেশ শ্রম কাউন্সেল সূত্রে এই তথ্য জানা গেছে। 

সৌদি আবর থেকে সাংবাদিক খলিল চৌধুরী  জানিয়েছেন, নিহত পাঁচজন হলেন  কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকার জালাল আহমদের ছেলে ইসহাক মিয়া, কবির আহমদের ছেলে আবদুল আজিজ ও আবদুল গফুরের ছেলে মোঃ রফিক উদ্দীন এবং লোহাগাড়ার সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড দক্ষিণ সুখছড়ি শাম্বির পাড়ার নিজাম ও তার ছোট ভাই আরাফাত।  

তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন মদিনায় নিযুক্ত জেদ্দা কনস্যুলেটের আইন সহকারী।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম জানিয়েছেন,  মদিনায় সোফা কারখানায় আগুন লাগার খবর শুনতে পেয়ে তাৎক্ষণিক মদিনায় নিযুক্ত আইন সহকারীকে ঘটনাস্থলে পাঠানো হয়।’