Advertisement


মহেশখালী থেকে ঢাকা যাবে দূরপাল্লার বাস, চালু হচ্ছে কাল


নিউজরুম।। কাল সোমবাার থেকে মহেশখালী থেকে রাজধানী ঢাকা শহরের উদ্দেশ্যে নিয়মিত ছেড়ে যাবে দূরপাল্লার গাড়ি। জানাগেছে, আগামীকাল মহেশখালী-বাশঁখালী-ঢাকা রুটে জনপ্রিয় পরিবহণ এস.আলম আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করবে । প্রথমদিকে কালারমার ছড়ার বালুর ডেইল এলাকা থেকেই এই পরিবহনের বাস চালু থাকবে।

সব খবর//অসীম দাশ