জানাগেছে -মাতারবাড়ি পুরান বাজার মাঠে নবী প্রেমিক ফকির শাহ্ (রহ:) সংগঠনের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তাছাড়া মাহফিলে বিশেষ বক্তা হিসেবে থাকবেন, আহমদিয়া কাশেমিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি দলিলুর রহমান আল কাদেরী, কালারমার ছড়া মঈনুল ইসলাম আলিম মাদ্রাসার আরবি প্রভাষক ও মাতারবাড়ি পুরান বাজার কেন্দ্রীয় বায়তুল আমান জামে মসজিদের খতীব কুতুবউদ্দিন আল কাদেরীসহ বিভিন্ন আলেম।
প্রধান বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী মাতারবাড়ি পৌঁছার পরপরই তার বয়ন শুরু করবেন বলে জানাগেছে। তবে তিনি দিনের ঠিক কোন সময়ে এসে পৌঁছাবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে সূত্র জানিয়েছে।
MR-05/20032021/mk-03