কাব্য সৌরভ।। মাতারবাড়ি সড়কের দারাখাল ব্রিজে ভোর সকালে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানাগেছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল ২১) ভোর সকালে এ ঘটনা ঘটে বলে জানান ডাকাতির শিকার হওয়া মাতারবাড়ির বাসিন্দা সার্ভেয়ার কর্মকর্তা নিশাদ। তিনি জানান, সেহেরির পর ভোর সকালে গোরকঘাটা হয়ে কক্সবাজার এলও অফিসে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যাওয়ার সময় দারাখাল ব্রিজে উঁৎপেতে থাকা কয়েকজন লোক তাদের গতিরোধ করে। মোটর সাইকেলের লাইট নষ্ট করে দিয়ে বন্দুক ও দা বের করে নিশাদের কাছে থাকা এলও অফিসের অফিশিয়াল ল্যাপটপ ও তার সাথে থাকা আরো দুজনের মোবাইলসহ নগদ ৬০ হাজার টাকা চিনিয়ে নেয় ডাকাতদল। এসময় নিশাদের সাথে থাকা এলও অফিসের কাগজপত্রও নিয়ে ছিড়ে ফেলা হয় বলে জানান তিঁনি।
ডাকাতদল ল্যাপটপ মোবাইল ও নগদ অর্থ নেওয়ার পর মামলা না করতে হুমকি দেয় বলে জানান। পরে তাদের বেধড়ক মারধর করে আহত করা হয়। ডাকাতির শিকার হওয়া মাতারবাড়ির ওই বাসিন্দা কালারমার ছড়ার ১নং ওয়ার্ড়ের স্থানীয় ইউপি সদস্যের কাছে বিষয়টি অভিযোগ করেন বলে জানা গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো ডাকাতির বিষয়ে থানায় অভিযোগ করা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান সার্ভেয়ার কর্মকর্তা নিশাদ।