Advertisement


ভোটের তারিখ জানা যাবে ২ জুন


রকিয়ত উল্লাহ।। জাতীয় সংসদের শূন্য চারটি আসনে উপনির্বাচন হবে আগামী জুলাইয়ের মাঝামাঝি। তবে ভোটগ্রহণের তারিখ এখনো চূড়ান্ত করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসন শূন্য রয়েছে। এসব আসনে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সোমবার কমিশনের বৈঠকের পর ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আগামী ২ জুন পরবর্তী বৈঠকে তারিখ চূড়ান্ত হবে।

এছাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিষয়েও ওই বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।