Advertisement


লায়ন্স ক্লাব অব কক্সবাজার এর ফেলোশিপ এন্ড রেগুলার ক্লাব মিটিং সম্পন্ন

মানুষের সেবা করার মহান ব্রত নিয়ে পৃথিবীজুড়ে কাজ করছে লায়ন্স ক্লাব -বক্তাদের অভিমত

 

মাহবুব রোকন ও রকিয়ত উল্লাহ।।
লায়ন্স ক্লাব অব কক্সবাজার এর ফেলোশিপ এন্ড রেগুলার ক্লাব মিটিং সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে কক্সবাজার ৯৯ ব্রাইডল হাউসে এ আয়োজন সম্পন্ন হয়। আয়োজনে বক্তরা বলেন -মানুষের সেবা করার মহান ব্রত নিয়ে পৃথিবীজুড়ে কাজ করছে লায়ন্স ক্লাব। লায়ন্স ক্লাব অব কক্সবাজার মানবসেবার মহান এ ব্রত নিয়ে কাজ করে যাচ্ছেন। বক্তরা বলেন অতি অল্প সময়ে ক্লাবটি যাত্র শুরু করে, শুরুর পর থেকে অনেকগুলো মানবিক ও সেবামুলক কাজ করেন ক্লাবটি। এটি বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান চার্টার লায়ন্স ক্লাব।


লায়ন্স ক্লাব অব কক্সবাজার এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়র মোহাম্মদ সাহেদ সালা উদ্দিন এর সভাপতিত্বে ও লায়ন্স ক্লাব অব কক্সবাজার এর চার্টার সেক্রেটারি ব্যাংকার রোকন উদ্দিন মোহাম্মদ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গর্ভনর মো. নজরুল ইসলাম সিকদার পিএমজেএফ, সম্মানিত অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথি ছিলেন (ইম.) ফার্স্ট ডিস্ট্রিক্ট গর্ভনর ড. শহিদুল ইসলাম এমজেএফ, ডিস্ট্রিক্ট গর্ভনর (ইলে.) স্থপতি লিখিল চন্দ্র গুহ, অনারারি কমিটি চেয়ারপারসন ডিজি পিটিজি কল্পনা রাজিয়াউদ্দিন, গেস্ট অব অনার হিসেবে আরও উপস্থিত ছিলেন ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট (ইলে.) গর্ভনর ইঞ্জিনিয়র মো. মোস্তাফা কামাল পিএমজেএফ, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট (ইলে.) গর্ভনর ড. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন, কেবিনেট সেক্রেটারি মো. তারিকুল ইসলাম, কেবিনেট ট্রেজারার আফসার হোসাইন চৌধুরী এমজেএফ, ডিস্ট্রিক্ট জিএসটি কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়র আকরাম উজ-জামান, ডিস্ট্রিক্ট এলসিআইএফ কো-অর্ডিনেটর এন্ড ক্যাম্পেইন-১০০ চেয়ারপরসন কায়কোবাদ মোহাম্মদ শরিফুজ্জামান, কনভেনশন চেয়ারপারসন ড. আসাদুল্লাহ আহমদ পিএমজেএফ, ডিস্ট্রিক্ট পেডিআটিক ক্যানসার চেয়ারপারসন ড. কাজী দিলকোশা আহমেদ এমজেএএফ, রিজন চেয়ারপারসন এম শাহিদুজ্জামান রুবেল, রিজন চেয়ারপারসন ইঞ্জিনিয়র মোহাম্মদ সেলিম মিয়া।

লায়ন রিয়াদ হায়দার এর কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ আয়োজনে শপথবাক্য পাঠ করান কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ লায়ন দিদার উল্লাহ, লায়ন্স ক্লাব অব কক্সবাজার এর বক্তব্য রাখেন লায়ন এডভোকেট একরামুল হুদা, লায়ন হোসাইনুল ইসলাম বাহাদুর ও লায়ন ইফতেখার আহমদ চৌধুরী প্রমুখ। আয়োজনে লায়ন্স ক্লাব অব কক্সবাজার এর বিওডি সদস্য, উপদেষ্টা ও চার্টার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সফল ও বাস্তবায়ন করার জন্য সাফল্যজনক ভূমিকা রাখেন আয়োজন কমিটির লায়ন এডভোকেট একরামুল হুদা, লায়ন মিজানুল করিম ও সদস্যবৃন্দ।

প্রসঙ্গতঃ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি অরাজনৈতিক সেবামূলক আন্তর্জাতিক সংগঠন। ১৯১৭ সালে মেলভিন জন্স কর্তৃক শিকাগোতে লায়ন্স ক্লাব প্রতিষ্ঠিত হয়। ২০১৫ সালের মধ্যে সরা বিশ্বে ২০০টি দেশে ১ দশমিক ৪ মিলিয়ন সদস্য নিয়ে ৪৬ হাজার স্থানীয় ক্লাব গঠিত হয়। বাংলাদেশও এ সংস্থাটির গৌরবময় কার্যক্রম অব্যহত আছে। যুক্তরাষ্ট্রের ওয়ার্ক ব্রুক, ইলিয়ন্সে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সদর দপ্তর অস্থিত। লায়ন্স ক্লাব অব কক্সবাজার চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংগঠিত হয় এবং ২৪ ফেব্রুয়ারি ক্লাবটি -লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর চার্টার প্রাপ্ত হন। ২৬ ফেব্রুয়ারি ক্লাবটি এক বর্ণাঢ্য অভিষেকের মাধ্যমে অনুষ্ঠানিক যাত্রা শুরু করে। লায়ন্স ক্লাব অব কক্সবাজার বাংলাদেশের প্রথম ও একমাত্র সেঞ্চুরিয়ান চার্টার ক্লাব। ইতোমধ্যে ক্লাবটি নিজেদের মানবিক কর্মতৎপরতার দিয়ে এগিয়ে যাচ্ছে। লায়ন্স ক্লাব অব কক্সবাজার যাত্রা শুরুর এ কয়েক মাসের মধ্যে সমগ্র কক্সবাজার জেলায় ছোট-বড় মোট ৩৩টি সামাজিক সার্ভিস প্রোগাম করেছে।  এ অল্প সময়ে ক্লাবের সদস্যদের অত্যান্ত আন্তরিতা, ক্লাবের প্রতি ভালোবাসা, কমিটমেন্ট ও চার্টার সেক্রেটারির যোগ্য নেতৃত্বের কারণে ইতোমধ্যে লায়ন্স ক্লাব অব কক্সবাজার একটি আলাদা অবস্থান তৈরি করতে পেরেছে। লায়ন্স ক্লাব অব কক্সবাজার এর সদস্যরা আগামীতেও নিজেদের মানবিক কর্মতৎপরতা দিয়ে ক্লাবকে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।