Advertisement


মাতারবাড়ির চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহর উপর হামলা


নিউজরুম।।
মাতারবাড়ির চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ হামলার শিকার হয়েছেন। একটু আগে মাতারবাড়িতে তার উপর ও হামলা হয়।

একজন যুবক হঠাত্ এসে তার মাথায় আঘাত করে বলে জানাগেছে। এতে তিনি রক্তাক্ত আহত হয়েছেন।

মহেশখালী জোনের সহকারী পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানিয়েছেন -চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বিগত সময় মোটর সাইকেল চুরি সংক্রান্ত একটি সালিশ করেছিলেন। এ সালিশের জের ধরে তার উপর হামলা হয়েছে বলে পুলিশ প্রাথমিক ভাবে তথ্য পেয়েছে। এটি কোনো নির্বাচনী ইস্যুতে সংঘটিত ঘটনা নয় বলেও পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে প্রাপ্ত খবরে জানাগেছে -আহত হওয়ার পর তাকে উদ্ধার করে মাতারবাড়িতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তার মাথার একটি অংশ ফেটে গিয়ে রক্তাক্ত আহত হন তিনি। বর্তমানে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। 

চেয়ারম্যান এর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে -মূলতঃ তাকে হত্যা করার জন্যই রাতের আধারে পরিকল্পিত ভাবে এ হামলা চালানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।