রকিয়ত উল্লাহ।। পটিয়া কলেজের মেধাবী ছাত্র মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা মেহেদী হাছান মিরাজ হত্যা মামলার অন্যতম আসামি শাহেদকে চকরিয়া থানার পুলিশ গ্রেফতার করেছে।
জানাগেছে, এ মেধাবী ছাত্র গত দেড় বছর পৃর্বে তার বাড়ির পাশের নয়াপাড়া বাজারে সন্ধ্যায় অন্যান্য বন্ধুদের সাথে বিভিন্ন কথা-বার্তা বলছিলেন। এ সময় এলাকার বখাটে যুবক শাহেদসহ ৫-৬ জন লোক তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় মেহেদী হাছান মাটিতে গড়াগড়ি করলে তার মৃত্যু নিশ্চিত ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেহেদীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সে সময় মহেশখালী থানায় একটি মামলা হয়। কিন্তু তৎকালীন ওসি প্রবাস চন্দ্র ধর এর সময় তদন্তকারী কর্মকর্তা তাড়াহুড়ো করে মামলা থেকে বিভিন্ন আসামি বাদ দিয়ে ২ জনের বিরুদ্ধে চার্জশিট দেন। কিন্তু আসামি ধরার ব্যাপারে তেমন কোন তৎপরতা না থাকায় খুনি শাহেদ পার্শ্ববতী চকরিয়ায় গিয়ে আত্মগোপনে থাকে বলে সূত্রে প্রকাশ।
এদিকে সম্প্রতি গোপন সংবাদের ভিক্তিত্বে চকরিয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করেন।