গতকাল সকাল ৮টা থেকে শুরু ভোটগ্রহণে মাতারবাড়ি ইউনিয়নে সকাল থেকে দুপুর পর্যন্ত উৎসবমূখর পরিবেশে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেলেও দুপুর নাগাদ বৃষ্টি উপেক্ষা করেই কেন্দ্রে আসতে দেখা গিয়েছে সাধারণ ভোটারদের। এদিকে ভোট শুরুর ২ ঘন্টার মধ্যেই সকাল ১০টার দিকে কুতুবজোম ইউনিয়নে ভোটারের লাইনে দাঁড়ানে বিষয়ে বাকবিতন্ডার জের ধরে দুই পক্ষের মাঝে গুলাগুলির ঘটনা ঘটে। এতে আবুল কালাম (৩২) নামে ১জন নিহতের পাশাপাশি আরও ৪জন আহত হয়। গত সোমবার সকাল ১০টায় কুতুবজোম দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে কুতুবজোম ইউনিয়নের তিন কেন্দ্রেও ভোটগ্রহণ কিছু সময়ের জন্য স্থগিত করা হয়।
নির্বাচনী সহিংসতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এক পৌরসভা ও তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি, তিনটি র্যাবের স্ট্রাইকিং ফোর্স, ৩০০ পুলিশ সদস্য, ৬০০ আনসার ভিডিপির সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীরা দায়িত্ব পালনে নিয়োজিত ছিলো। এ ছাড়াও দায়িত্বে ছিলেন ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর মধ্যে পৌরসভার ৯ কেন্দ্রে ৯ জন এবং ৩ ইউনিয়নে ছিলেন ৮ জন। সরেজমিনে মাতারবাড়ির পাশাপাশি হোয়ানক ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকে ভোটাররা ব্যাপক উৎসমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। তবে কিছু কিছু কেন্দ্রে নানা অভিযোগ তুলে বিক্ষিপ্ত ঘটনা ঘটে।
গত (২০ সেপ্টেম্বর) রাতে মহেশখালী উপজেলা পরিষদ কন্ট্রোল রুম থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী কুতুবজোম ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট শেখ কামাল ৭৮৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন চশমা প্রতীকে পেয়েছেন ৬০৭৭ ভোট। হোয়ানক ইউনিয়নে আ.লীগ সমর্থিত প্রার্থী মোস্তফা কামালের নৌকা ডুবিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব মীর কাসেম জোড়া পাতা প্রতীক ৬০৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হলেও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ওয়াজেদ আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৮৯৯ ভোট। মাতারবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এসএম আবু হায়দার নৌকা প্রতীক ৬০৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী বিদ্রোহী প্রার্থী এনামুল হক রুহুল টেলিফোন প্রতীকে পেয়েছেন ৫৭৮৯ ভোট।
অন্যদিকে মহেশখালী পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ হওয়ার কোনো বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই ৩য় বারের মতো আ.লীগ প্রার্থী ও বর্তমান মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ৭০০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী ঘরানার স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সরওয়ার আজম নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৫৪৫৮ ভোট। মাত্র ১৫৪৯ ভোটের ব্যবধানে বর্তমান মেয়রকে আবারো বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
আদালতের নিষেধাজ্ঞার কারণে পৌরসভার ৮নং সিকদারপাড়া ওয়ার্ড স্থগিত রেখে বাকি ৮ ওয়ার্ডে সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত হলেন ৮ কাউন্সিলর। নির্বাচিত কাউন্সিলরা হলেন, মহেশখালী পৌরসভায় নির্বাচিত কাউন্সিলরা হলেন, ১নং আবু তাহের, ২নং আজিজ মিয়া, ৩নং মোতাহের হোসেন ৪নং জনি মং, ৫নং মনজুর আহমদ, ৬নং প্রণব কুমার দে, ৭ নং শামসুল আলম বাদশা, ৮নং স্থগিত, ৯নং ওয়ার্ডে খায়ের হোসেন।