Advertisement


মাতারবাড়ি-বদরখালী সড়কে সিএনজি ভাড়া কমলো ১০ টাকা


নিজস্ব প্রতিবেদক।। বদরখালী চালিয়াতলী মাতারবাড়ি সড়কে সিএনজি ভাড়া কমলো ১০ টাকা।  


সূত্রে জানা যায়, কয়কমাস আগে কোন ঘোষণা ছাড়াই বদরখালী-মাতারবাড়ি সড়কে ৪০ টাকার পরিবর্তে ৫০ টাকা করা হয়। সেটা নিয়ে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে আসছিল দীর্ঘদিন থেকে। অবশেষে আজ লাইনম্যান, সিএনজি ড্রাইভার ও নব নির্বাচিত চেয়ারম্যান আবু হায়দারের সমন্বয়ে ভাড়া ১০ টাকা কমিয়ে পূর্বের ৪০ টাকা করা হয় এবং মাতারবাড়ি -চালিয়াতলী ভাড়া ৩০ টাকা করা হয়  বলে জানা যায়।