Advertisement


আলোচিত আলা উদ্দিন হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার


রকিয়ত উল্লাহ।।
কালারমার ছড়ার আলোচিত আলা উদ্দিন হত্যা মামলায় অন্যতম ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা গেছে -৯ নভেম্বার মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে মহেশখালী থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন নজির আহমদ(৩০),  মোঃ খোকন(৩৬) ও শহিদুল্লাহ প্রকাশ ছাদু (৪০)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি আব্দুল হাই। তিনি মহেশখালীর সব খবরকে বলেন, আলোচিত আলা উদ্দিন হত্যা মামলার অন্যতম ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়।