নিজস্ব প্রতিবেদক।। মহেশখালী আদিনাথ মন্দিরে ভ্রমণে এসে ছবির বৃদ্ধ মানুষ হারিয়ে গেছে। আজ বিকালে তিনি হারিয়ে যান বলে তার পারিবারিক সূত্র মহেশখালীর সব খবরকে জানিয়েছেন।
জানা গেছে -চট্টগ্রামের আনোয়ারা থেকে একদল লোক আজ মহেশখালীর আদিনাথ মন্দির এলাকায় ভ্রমণে আসেন। এ সময় ওই ভ্রমণকারী দলে ছিলেন আনোয়ারা এলাকার বাসিন্দা ধীরেন্দ্র কুমার শীল। তিনি পরিবারের সদস্যদের সাথে আদিনাথ মন্দিরে এসেছিলেন।
সূত্র জানিয়েছে -ওই লোকটি কিছুটা মানসিক ভারসাম্যহীন। তার বাড়ি আনোয়ারা সদর এলাকায়।
বিকেলে দলছুট হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার পরিবারের সদস্য পলাশ শীল।
কেউ এ ব্যক্তির সন্ধান পেলে ০১৮৬৮ ৬৪০৪৮৪ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে।