Advertisement


চট্টগ্রাম থেকে আদিনাথ মন্দিরে ভ্রমণে এসে হারিয়ে গেছে বৃদ্ধ মানুষটি


নিজস্ব প্রতিবেদক।।
মহেশখালী আদিনাথ মন্দিরে ভ্রমণে এসে ছবির বৃদ্ধ মানুষ হারিয়ে গেছে। আজ বিকালে তিনি হারিয়ে যান বলে তার পারিবারিক সূত্র মহেশখালীর সব খবরকে জানিয়েছেন।

জানা গেছে -চট্টগ্রামের আনোয়ারা থেকে একদল লোক আজ মহেশখালীর আদিনাথ মন্দির এলাকায় ভ্রমণে আসেন। এ সময় ওই ভ্রমণকারী দলে ছিলেন আনোয়ারা এলাকার বাসিন্দা ধীরেন্দ্র কুমার শীল। তিনি পরিবারের সদস্যদের সাথে আদিনাথ মন্দিরে এসেছিলেন।

সূত্র জানিয়েছে -ওই লোকটি কিছুটা মানসিক ভারসাম্যহীন। তার বাড়ি আনোয়ারা সদর এলাকায়।
বিকেলে দলছুট হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন  তার পরিবারের সদস্য পলাশ শীল।

কেউ এ ব্যক্তির সন্ধান পেলে ০১৮৬৮ ৬৪০৪৮৪ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে।