Advertisement


মহেশখালীর ঘটিভাঙ্গায় আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা দিলেন লায়ন্স ক্লাব


নিউজ ডেস্ক।। মহেশখালীতে আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিক ও পরিবারের সদস্যদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছেন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম ৷

মঙ্গলবার দুপুরে কক্সবাজার লায়ন্স ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মহেশখালীর সন্তান রোকন উদ্দিন মুহাম্মদ আল মামুনের নেতৃত্বে এ সহায়তা বিতরণ করা হয়।

গত শনিবার রাতে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে চার ভাই এর চারটি বাড়ি পুড়ে যায়৷ আগুনে ক্ষয়ক্ষতিও হয় বিপুল। এরইমধ্যে সংকটের ভেতরে দিন কাটাচ্ছিলেন এ অসহায় পরিবারগুলো। এ অবস্থায় তাদের সহায়তায় এগিয়ে আসেন আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম। মঙ্গলবার দুপুরে লায়ন্স ক্লাবের কর্মকর্তারা মহেশখালীর ঘটিভাঙ্গায় গিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে আসেন।

এ সময় কক্সবাজার লায়ন্স ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মহেশখালীর সন্তান রোকন উদ্দিন মুহাম্মদ আল মামুনসহ আরও উপস্থিত ছিলেন ক্লাবের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট এডভোকেট একরামুল হুদা, ডিরেক্টর নজরুল ইসলাম, ডিরেক্টর জসিম উদ্দিন, ডিরেক্টর আ স ম জাহেদুল হক নাহিদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নেছার উদ্দিন ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রবিউল আলমসহ অন্যরা। সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজন ও  মহেশখালী লিও ক্লাব সদস্যরা।

এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।

কক্সবাজারে সম্প্রতি প্রধানতম সেচ্ছাসেবী সংগঠন হিসেবে নানা সেবামূলক কাজ করে যাচ্ছেন লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম। তারা মানবতার সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।