আগামী ১৬ ডিসেম্বর ২০২১ বিকাল ৪টা ৩০মিনিটে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা হতে দেশব্যাপী শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়পূর্বক স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সুচারুভাবে উক্ত শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হয়। [শপথ অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ ছোট আকারের (১০ ইঞ্চি× ৬ ইঞ্চি) জাতীয় পতাকা হাতে রাখতে পারেন।]
৪টা ১০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন।
এ লক্ষ্যে মহেশখালী উপজেলা প্রশাসন গোরকঘাটা আদর্শ স্কুল প্রাঙ্গনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
মাননীয় সাংসদসহ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা(যাদের সুযোগ হয়) সেখানে অংশ গ্রহণ করবেন। অন্যরা নিজ নিজ স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে শপথ অনুষ্ঠানে শামিল হওয়ার জন্য অনুরোধ করেছেন আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।