মহেশখালীতে জব্দ করা জীবিত কাঁকড়া নদীতে অবমুক্ত করেছে বন-বিভাগ।
Posted by মহেশখালীর সব খবর on Wednesday, December 29, 2021
তার নেতৃত্বে ২৮ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে বেশ কিছু কাঁকড়াসহ একটি গাড়ি জব্দ করা হয়।
আটক পরবর্তি জব্দকৃত কাঁকড়াগুলি অবমুক্তকরণ বিষয়ে আদালতে আবেদন করার পর আদালত কাঁকড়াগুলি অবমুক্ত করতে নির্দেশ দেন। এর পর রেঞ্জ কর্মকর্তা মো. আনিছুর রহমান ফরেস্টার, বন প্রহরী ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে কাঁকড়াগুলি শাপলাপুর এলাকার নদীতে অবমুক্ত করেন। ২৯ ডিসেম্বর বিকালে এ কাঁকড়াগুলো অবমুক্ত করা হয়। এর আগে রেঞ্জ কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছিলেন এ ঘটনায় ৩০ কেজির মতো কাঁকড়া জব্দ করে বন-বিভাগ। পরে এ কাঁকড়া আজ অবমুক্ত করা হয়।
আজ রেঞ্জ কর্মকর্তা মো.আনিছুর রহমান জানিয়েছেন -কাঁকড়ার সাথে আটক করা গাড়িটি এখনও তাদের হেফাজতে রয়েছে। আদালতের সিদ্ধার পর গাড়ির বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।