Advertisement


মহেশখালীতে চিংড়ি ঘেরে ডাকাতির অভিযোগ, মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনসহ ৭ জনের নামে মামলা


নিজস্ব প্রতিবেদক।। মহেশখালী পৌরসভার নতুন নির্মাণাধীন মুজিব কেল্লার পার্শ্ববর্তী পৌর মেয়র মকছুদ মিয়ার চিংড়ি ঘেরে ডাকাতির ঘটনায় মোঃ মঈন উদ্দিন বাদি হয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেনকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ করে আও ১০-১৫ জন অজ্ঞাত করে মহেশখালী থানায় মামলা হয়েছে।  গত ২৩ ডিসেম্বর রাতে মামলা হয় বলে নিশ্চিত করেন মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল। 

এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর রাত ১.৪৫ মিনিটের সময় মহেশখালী পৌরসভায় নতুন নির্মাণাধীন মুজিব কেল্লার পার্শ্ববর্তী পৌর মেয়র মকছুদ মিয়ার চিংড়ি ঘেরে মহেশখালী উপজেলায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেনের নেতৃত্বে অস্ত্র, বন্দুকসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন কমলা আলম বাশি নামে এক শ্রমিক। এছাড়াও চিংড়ি ঘেরে লুটপাট করে ৭ লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে যায় মর্মে এজাহারে দাবি করা হয়।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, মহেশখালী পৌরসভার একটি চিংড়িঘেরে ডাকাতির অভিযোগে মামলা হয়েছে। আসামিদের আইনের আওতায় আনতে  শীঘ্রই অভিযান চালানো হবে।