Advertisement


মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স থেকে জমজমা আক্তারকে অব্যহতি


প্রেস বিজ্ঞপ্তি।।
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড  মহেশখালী সার্ভিস সেন্টার এর আওতাধীন গোরকঘাটা জোনের ইনচার্জ জমজমা আক্তারের  বিরুদ্ধে কোম্পানির অনিয়ম ও শৃংখলা ভংগের দায়ে অব্যহতি দেওয়া হয়েছে।

জমজমা আকতার ভিপি এন্ড ইনচার্জ গোরকঘাটা জোন মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এ কর্মরত ছিলেন।

গত ২৮ নভেম্বর ২০২১ তারিখ হতে জমজমা আক্তার কে কোম্পানির যাবতীয় কার্যক্রম থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

তার সাথে কোন ধরনের আর্থিক লেনদেন ও  যোগাযোগ না করার জন্য গোরকঘাটা জোনের সকল কর্মী/গ্রাহকদের অনুরোধ করা হইলো।

মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরন্সের নিবার্হী কর্মকর্তা সাইদুল আমিনের সাক্ষরিত পত্রে এই আদেশ দেওয়া হয়।