সূত্রে জানা যায় , গতরাতে (৭ডিসেম্বর) যুবলীগ নেতা আব্বাসের বাড়িকে উদ্দেশ্য করে ৬ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। পরে পুলিশ খবর পেয়ে গভীর রাত থেকে মহেশখালী-কুতুবদিয়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার(সার্কেল) জাহিদুল ইসলামের নেতৃত্বে মহেশখালী থানা পুলিশের একটি টিম(৮ ডিসেম্বর) সকাল ১০ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে কালারমার ছড়ার ফকিরজুম পাড়ার পাহাড় থেকে ৪টি অস্ত্র, চাইনিজ ২টি দা , কার্তুজ ৪ টি,বেশ কিছু লাইফেলের গুলি উদ্ধারসহ ফকিরজুম পাড়ার বদি আলমের পুত্র শফিউল আলমকে গ্রেফতার করে। তিনি আলোচিত যুবলীগ নেতা রহুল কাদের হত্যা মামলার সন্দেহাতীত আসামি বলে জানা যায়।
মহেশখালী-কুতুবদিয়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার(সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা কালারমার ছড়ার পাহাড়ে অবস্থান নেওয়ার খবর পেলে আমরা গভীর রাতে অভিযান চালিয়ে ৪টি অস্ত্র, চাইনিজ ২টি দা , কার্তুজ ৪ টি,বেশ কিছু লাইফেলের গুলি উদ্ধারসহ একজনকে গ্রেফতার করি। এখনো অভিযান চলমান রয়েছে।