বার্তা পরিবেশক।। মহেশখালী পেশাজীবী সমবায় সমিতি লিমিটেডের সংবর্ধনা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সমিতির সভাপতি সরকারের পদস্থ কর্মকর্তা আবুল হাসেম এর সভাপতিত্বে ও সমিতির সদস্য মোস্তাফা জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. অতিরিক্ত কক্সবাজার জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, সাবেক মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভুমি ও মহেশখালী উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ আরও অন্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আশেক উল্লাহ রফিক বলেছেন, উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে মহেশখালী, সাম্ভব্যের ইকোনমিক জোন মহেশখালীকে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন-২১ এর অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছেন, এ প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যেতে এবং মহেশখালীর বিভিন্ন প্রকল্পে স্থানীয়দের অগ্রাধিকার নিশ্চিত করতে ইতোমধ্যে সরকার ৩টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপনের প্রকল্প হাতে নেওয়া নিয়েছে। তাই আগামি কয়েক বছরে এ অঞ্চলের পিছিয়ে থাকা জনগোষ্ঠীও এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। এ সময় দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা মহেশখালীর পেশাজীবিদের উদ্যেশ্যে এমপি আরও বলেন, একমাত্র শিক্ষকরাই পেরেছে আজকের এ সংগঠনের একটি ফুটন্ত গোপাল ফোটাতে। এজন্য শিক্ষক ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাও জানান তিনি।
অন্যদিকে এ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরিখ আখতার কক্সবাজারকে নিয়ে তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, শিক্ষা জীবনে কক্সবাজার নিয়ে আমার অনেক স্মৃতি রয়েছে। আমাদের যেসব শিক্ষকগণ উপস্থিত আছেন, আপানার সকলে একেকটি আলোর ঝঙ্কার, আপনারা আলোয় আলোকিত করেছেন দেশকে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, মুক্তিযোদ্ধাসহকে সকলের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান তিনি।
রিপোর্টঃ ফুয়াদ ও রকিয়ত