Advertisement


জেলের ভাগ্য বদল,এক জালে'ই ছয় লাখ টাকার মাছ



কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উপকূলের কলিম উল্লাহর এক জালেই ধরা পড়ল ৬ লাখ টাকার বিভিন্ন প্রজাতির  মাছ। 

সোমবার সকাল ১০টার দিকে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌকার ঘাটে মোহাম্মদ কলিম উল্লাহর জালে এসব মাছ ধরা পড়ে।

কলিম উল্লাহ জানান, তিনি সোমবার ভোরে পশ্চিমপাড়া সৈকতে ভাসা জাল ফেলেন। সকালে জাল তুলতে গিয়েই তিনি অবাক। মাঝিমাল্লা ও স্থানীয় লোকজনদের সহযোগিতা নিয়ে অনেক বেগ পেতে হয় জাল তুলতে। পরে অনেক কষ্টে জাল কূলে উঠিয়ে দেখতে পান জালে ছোট পোয়া, ছোট ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটা নানা ছোট প্রজাতির মাছে ভরা জাল। আটকা পড়া মাছের ওজন প্রায় ৩০০ মণ বলে ধারণা করেছেন স্থানীয়রা। 

জেলে বদি আলম জানান, মাছগুলো দ্রুত তারা কূলে তোলার সঙ্গে সঙ্গে বিক্রি করছেন পাইকারি ক্রেতাদের কাছে। পাইকারি ক্রেতারা কিছু মাছ বাজারে তুললেও অবশিষ্ট মাছ পাঠিয়ে দিচ্ছেন শুঁটকি ব্যবসায়ীদের কাছে। এক জালে ৬ লাখ টাকার মাছ বিক্রি করেছি। এর আগের দিনও (রোববার) ৪ লাখ টাকার মাছ পেয়েছি আমরা। অন্যান্য বছরের চেয়ে হঠাৎ করে এ বছর টানা জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে। যার কারণে উপকূলের জেলেরা খুব খুশিতে দিন কাটাচ্ছে।

তথ্যসূত্রঃ যুগান্তর অনলাইন