Advertisement


হোয়ানক আর্দশ বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক।। মহেশখালী উপজেলা হোয়ানক আর্দশ বিদ্যাপীটের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২২ইং সম্পন্ন হয়েছে। এ লক্ষ্যে ২৪ জানুয়ারি সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে ২৫৮ ভোটারের মধ্যে ১৭৯টি ভোট রেকর্ড হয়েছে। এতে সাধারণ অভিভাবক পদে ৪ জন সদস্য ও ১ জন সংরক্ষিত আসনের সদস্য নির্বাচিত হয়েছে। নতুন নির্বাচিতদের হাত ধরে প্রতিষ্ঠানটি আরও উন্নতির দিকে যাবে বলে আশা করা হচ্ছে।

সাধারণ অভিভাবক পদে ছৈয়দ নুর ১০৩ ভোট, মোঃ ইলিয়াস ৮৬ ভোট,  মোঃ কাসেম ৮১ ভোট ও মোঃ ওসমান ৮১ ভোট পান।
তাছাড়া নুরুল আলম ৭২, কবির আহমদ ৭০ ও জাহাঙ্গীর আলম ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে শাহানা ৮৭ এবং জান্নাত আরা ৫২  ভোট পেয়েছেন।

নির্বাচনে প্রাথমিক ভাবে বিজয়ী হয়েছেন সাধারণ অভিভাবক পদে ছৈয়দ নুর ১০৩, মোঃ ইলিয়াস ৮৬,  মোঃ কাসেম ৮১,মোঃ ওসমান ৮১ ও মহিলা আসনে শাহানা বেগম।

কেন্দ্র দায়িত্বরত ইনচার্জ জসিম উদ্দিন জানান, কোন ঝুঁকি ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।

কেন্দ্রের পিজাইডিং অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (উপজেলা একাডেমিক সুপারভাইজার) ফয়জুল করিম জানান, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে অভিভাবকদের নির্বাচন শেষ হয়েছে।  এতে ৫ জন অভিভাবক নির্বাচিত হয়েছেন। আশা করি তারা বিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা পালন করবেন।