সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহেশখালী উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯ ভোটারের সবাই ভোটাধিকার প্রদান করেন।
নির্বাচিতরা হলেন- সভাপতি পদে মোহাম্মদ ইউনুছ, সাধারণ সম্পাদক পদে আ.ন.ম. হাসান, সাংগঠনিক সম্পাদক পদে এরফান হোছাইন, কোষাধ্যক্ষ পদে খাইরুল আমিন এবং প্রচার ও দফতর সম্পাদক পদে মিজবাহ ইরান।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন- বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম হুমায়ুন কবির আযাদ, গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, পৌর কাউন্সিলর প্রনব কুমার দে, আবদুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কান্তি ভট্টাচার্য।
প্রধান নির্বাচন পর্যবেক্ষক ছিলেন- উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলা নির্বাচন অফিসার বিমেলেন্দু কিশোর পাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফজলুল করিম, কবি জাহেদ সরওয়ার, মহেশখালী থানার এস আই মফিজুল ইসলাম, এস আই শাহাদত ও এস আই জসিম উদ্দিন।
নির্বাচন পরিদর্শন করেন- মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, মহেশখালীর পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই, মহেশখালী উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহফুজুল হক।
আরও পরিদর্শন করেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ও সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইন্না আমিন, বিএমএসএফ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শহিদুল্লাহ, কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক কলিম উল্লাহ, কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সদস্য জসিম উদ্দিন, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রোকন, হারুনুর রশিদ, সৈয়দ মোস্তবা আলী, সিরাজুল হক সিরাজ, মোঃ সাহাবুদ্দিন প্রমুখ ৷