বার্তা পরিবেশক।। মহেশখালীতে বৌদ্ধ ছাত্র উন্নয়ন সংঘর আয়োজনে ২দিন ব্যাপি সংঘদান, অষ্টপরিষ্কার দান, পূণ্যদানা অনুষ্ঠান ও ধর্ম সভা সম্পন্ন হয়েছে।
গতকাল সকাল থেকে কালারমার ছড়ার উত্তর নলবিলার শ্মশান ভুমিতে এ আয়োজন শুরু হয়ে আজ বিকেলে শেষ হয়।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসনপ্রিয় মহাস্থবির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর সুনন্দ মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন বিদর্শন সাধক প্রজ্ঞারত্ন থের।। মহেশখালী বৌদ্ধ ছাত্র উন্নয়ন সংঘের উপদেষ্টা দয়ানন্দ মহাস্থবির, নির্বাহী সভাপতি রানা বড়ুয়া, সভাপতি জয় বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি জ্যোতিনন্দ ভিক্ষু, সিনিয়র সহ-সভাপতি রিপন বড়ুয়া ও সাধারন সম্পাদক বিশুদ্ধানন্দ শ্রামণসহ সদস্যরা অনুষ্ঠান আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মহেশখালী বড়ুয়াপাড়ার ইতিহাসে প্রথম ৫ হাজার বৌদ্ধ নর-নারী নিয়ে শ্বশ্বানভূমিতে এমন অনুষ্ঠান সস্পন্ন হলো। পরে তাদের আহারের আয়োজন করা হয়।
এ ছাড়াও বৌদ্ধ ছাত্র উন্নয়ন সংঘটি এলাকায় বিভিন্ন মানবিক কাজ করে আসছিল।