Advertisement


বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, প্রতিকৃতিতে ফুল দিলেন মহেশখালী প্রাক্তন ছাত্রলীগ পরিষদ


ডেস্ক রিপোর্ট।।
প্রাক্তন ছাত্রলীগ পরিষদ মহেশখালী উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি নাছির উদ্দীন সাধারণ সম্পাদক এম আবদুল মান্নান এর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

ওই দিন মহেশখালী উপজেলা প্রশাসন স্থপিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

গতকাল সকাল ১০ টায় প্রাক্তন ছাত্রলীগ পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন, বদিউল আলম, মহিউদ্দিন আযাদ, মিজানুর রহমান, সরওয়ার আলম, মোহাম্মদ জাকারিয়া, আবদুল হাকিম, বাবুল, নুরুল আজিম, জসিম উদ্দিন, সাহেল মো আশেক, নুর মোহাম্মদ বাদশা, সাইফুল ইসলামসহ ছাত্রলীগের সাবেক নেতারা।

এ সময় তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শ ধারণ করে সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দৃঢমত ব্যক্ত করেন তারা। পরে নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন।