রাজধানীর ধানমণ্ডিতে ফেসবুক লাইভে এসে নিজের মাথায় নিজেই পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। তার নাম মো. আবু মহসিন খান (৫০)। তিনি চিত্রনায়ক রিয়াজের শ্বশুর বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাত ৯টার দিকে ধানমণ্ডি ৭ নম্বর রোডের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিজের মাথায় নিজে গুলি করার আগে মহসিন কালিমা পড়তে শোনা গেছে।
ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ওই বাসায় গেছে। লাশ এখনো বাসায় রয়েছে।লাশ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আত্মহত্যার আগে ফেসবুক লাইভে অভিমানী কণ্ঠে যা বলেছেন নায়ক রিয়াজের শ্বশুর।আত্মহত্যার আগে ফেইসবুক লাইভে এসে অভিমানী কণ্ঠে যা বলেছেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুড় । #চিত্রনায়ক রিয়াজের শশুড়।
Posted by Uk Bangla Tv on Wednesday, February 2, 2022
ধানমণ্ডি থানার ওসি একরাম আলী মিয়া গণমাধ্যমকে বলেন, আবু মহসিন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, তিনি নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে আত্মহত্যার আগে ফেসবুক লাইভে মহসিন জানান, তিনি বাসায় একা থাকেন। তার একমাত্র ছেলে অস্ট্রেলিয়ায় থাকেন।
মহসিন বলেন, আমি যদি বাসায় মরেও পড়ে থাকি- এক সপ্তাহ পরও কেউ জানবে বলে মনে হয় না। এক বন্ধুসহ বিভিন্ন মানুষের কাছে তিনি ৫ কোটি ২০ লাখ টাকা পান বলে জানান।
এদিকে আত্মহত্যার আগে ফেসবুক লাইভে মহসিন জানান, তিনি বাসায় একা থাকেন। তার একমাত্র ছেলে অস্ট্রেলিয়ায় থাকেন।
মহসিন বলেন, আমি যদি বাসায় মরেও পড়ে থাকি- এক সপ্তাহ পরও কেউ জানবে বলে মনে হয় না। এক বন্ধুসহ বিভিন্ন মানুষের কাছে তিনি ৫ কোটি ২০ লাখ টাকা পান বলে জানান।