প্রতিবেদক।। শীতকালীন ভ্রমণের অংশ হিসেবে নিসর্গ ভূমি পাহাড়ি রাঙামাটি ভ্রমণে যাচ্ছেন মহেশখালী অনলাইন প্রেস ক্লাব এর সদস্যরা। ইতোমধ্যে তারা আজ সকালে রাঙামাটির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। অনলাইন প্রেস ক্লাবের সভাপতি হোবাইব সজিব এর নেতৃত্বে সাংবাদিক দলটি পাহাড় ও লেকের নিসর্গ নগর খ্যাত রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পট ঘুরে ফের মহেশখালী ফিরবেন বলে জানা গেছে।
সাংবাদিক দলে থাকা আজিজ সিকদার জানান- সহকর্মীদের নিয়ে শীতকালীন আনন্দ ভ্রমণের অংশ হিসেবে তারা পাহাড়ে যাচ্ছেন। নিরাপদ ভ্রমণের জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।