সব খবর ডেস্ক।। আজ শনিবার , ১৯ মার্চ ২০২২, ৫ চৈত্র ১৪২৮, ১৫ শাবান ১৪৪৩ হিজরী। আজ যাদের জন্মদিন-তাদের জন্য অশেষ শুভ কামনা রইলো। দিনটি সবার জন্য মঙ্গলময় হোক এ প্রত্যাশায় -সুপ্রভাত মহেশখালী।।
আজ মহেশখালীর আকাশ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে । রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে । বাতাসের গতিবেগ: বাতাস উত্তর / উত্তর - পশ্চিম দিক হতে ঘণ্টায় ১০ থেকে ১৫ কি . মি . বেগে প্রবাহিত হতে পারে।।
আজ ভোর ৬টা ১ মিনিটে পূর্ণ ভাটার পর বেলা ১১টা ২৩মিনিটে পূর্ণ জোয়ার হবে। পুনরায় সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে পূর্ণ ভাটা হবে।।
মহেশখালীতে আজ সুর্যোদয় হয়েছে-ভোর ৫টা ৫৮ মিনিটে, সুর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে।।