নিজস্ব প্রতিবেদক।। মহেশখালীতে নবগত ইউএনও যোগদানের পরেই অবৈধ বালু মহলে অভিযান জোরদার করেছে। আজ ২৪মার্চ বিকাল ৫টার দিকে হোয়ানক ইউনিয়নের পানিরছড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান করে অবৈধভাবে বালি উত্তোলন ও পরিবহনের দায়ে স্বপন পাল (৪৭) কে ডাম্পারসহ ১লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আলি। তিনি জানান,বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে স্বপন পালকে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পরিবেশ রক্ষায় ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ তিনি যোগদানের পর থেকেই মহেশখালীর বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন কারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছেন। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিযান চলমান রাখার জন্য দাবি জানিয়েছেন সচেতন মহল।