পানিরছড়া উচ্চ বিদ্যালয় দলের বড়ো সাফল্য
নিজস্ব বার্তা পরিবেশক।। স্কুল, মাদ্রাসা, কারিগরী বিদ্যালয় পর্যায়ে ৫০ তম শীতকালীন জাতীয় ক্রীড়া Sports প্রতিযোগিতা ২০২২এ ক্রিকেট Cricket ক্যাটাগরিতে চট্টগ্রাম জেলা দলকে হারিয়ে মহেশখালী বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মহেশখালী তথা কক্সবাজারের জন্য এ গৌরব বয়ে নিয়ে এসেছে উপজেলার হোয়ানক ইউনিয়ন এর পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের খেলোয়াড় দল মাঠের যুদ্ধ শেষে কাঙ্খিত সাফল্য বয়ে আনে।
জানা গেছে, কক্সবাজার তথা মহেশখালীর পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের ফেনীর শরিষাদি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চট্টগ্রাম বিভাগীয় তথা চট্টগ্রাম উপ-অঞ্চল চ্যাম্পিয়ন হন।
খেলায় ৮ ওভারে পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল ৫৪ রান সংগ্রহ করে জয় পান।
এদিকে জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার-২ আসনের এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।