আ ন ম হাসান ও কাব্য সৌরভ।।
মহেশখালীর আদিনাথ পাহাড়ে বেড়াতে আসা নারীর উপর ভয়ঙ্কর যৌন সহিংসতার ঘটনায় ৪ জন আসামির নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলাটি করেছেন আহত তরুণীর ভগ্নিপতি (দুলাভাই) আমির হোসেন। মামলায় আরও ৪ থেকে ৫ জন ব্যক্তিকে অপরিচিত আসামি উল্লেখ করা হয়েছে। সে হিসেবে সেদিন ওই যৌন নিপীড়ক দলে ৮ থেকে ৯ জন সদস্য ছিল বলে বাদি জানিয়েছেন। নিপীড়করা ওই নারীর কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় লাখ টাকা লুটে নেয়। মহেশখালী থানায় ৯ নম্বর সিরিয়ালে এ মামলাটি লিপিবদ্ধ হয়েছে ঘটনার পর দিন (বুধবার) ১৩ এপ্রিল দুপুরে। মামলাটি তদন্ত করছেন মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান মাহমুদ।
এসআই হাসান মাহমুদ জানিয়েছেন- তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছেন। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শনসহ মামলার উল্লেখযোগ্য প্রাথমিক আগ্রগতি আছে বলেও জানান তিনি। মামলার প্রধান আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
The full version of the news will be updated during peak hours.