Advertisement


শাপলাপুরে বিপুল ইয়াবাসহ যুবক আটক


রকিয়ত উল্লাহ।। মহেশখালী উপজেলার শাপলাপুরের ঘোনারপাড়া উকিল সৈয়দ হোসনের  বাগানের সামনে থেকে কবির আহমেদ পুত্র বায়তুল্লাহকে ৮শত পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। 

১১ এপ্রিল(সোমবার) রাত আড়াইটার দিকে মহেশখালী থানার একদল পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। মহেশখালী থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেন।   

জানা যায়, গোপনসূত্রে খবর পেয়ে গভীর রাতে শাপলাপুরে ঘোনার পাড়ায় মহেশখালী থানার একটি দল অভিযান পরিচালনা করেন। এসময় ঘোনার পাড়ার ওকিল সৈয়দ হোসনের বাগানের সামনে থেকে সন্দেহভাজন ইয়াবা কারবারী বায়তুল্লার দেহ তল্লাশি করে ৮শত পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।

মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল উপরের তথ্য নিশ্চিত করেন।