জানা গেছে, গত পহেলা মে কালারমার ছড়াস্থ সিপিপি প্রকল্পে কর্মরত মুর্তজা বেগমের বোনপো মোহাম্মদ রাকিবকে ২টি টিপ ছুরি রাখতে দেয় একই প্রকল্পে কর্মরত মোহাম্মদ তারেক নামে আরেক কিশোর। পরে ২রা মে রাত সাড়ে ১১টার সময় বোমপোকে ছুরি রাখতে দেওয়ার প্রতিবাদ জানালে তারেক-কামাল ও তাদের পিতা নুরুল আমিনসহ মুর্তজা বেগমের বাড়িতে ঢুকে বেধড়ক পিটিয়ে তাদের সাথে থাকা দা-ছুরি নিয়ে মাথায় কোপ দেয়। এসময় আবু তালেবের স্ত্রী শ্বাশুড়িকে বাঁচাতে আসলে তাকেও চুল ধরে টেনেহিঁচড়ে মাঠিতে ফেলে দেয় তারা।
এ ঘটনার খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে যায় মহেশখালী থানার একটি টীম। ঘটনার বিষযে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পুলিশ।
এ বিষয়ে প্রতিকার চেয়ে আবু তালেব বলছেন, "আমি এখন পুরো নিরাপত্তাহীনতায় ভুগছি। নুরুল আমিনের ভাইয়েরা আমাকে ফোনে হত্যার হুমকি দিচ্ছেন। আমি এর সঠিক বিচার চাই।"