আজ রাতেই প্রায় ১ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী নিয়ে মহেশখালী থেকে একটি টিম সিলেটের পথে রওয়ানা হবে। কাল দিনের মধ্যে তা সিলেটে বিতরণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
প্রতি প্যাকেট সামগ্রির মধ্যে রয়েছে চিড়া - ২ কেজি, মুডি - ১ কেজি, টোস্ট - ২ প্যাকেট, চিনি - ১ কেজি, মোম - ১ প্যাকেট, পানি - ২ লিটার, খাবার স্যালাইন -১০টি, পানি বিশুদ্ধাকরণ টেবলে - ১ পাতা, গ্যাস লাইট - ১টি ও লবন - ১ প্যাকেট।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই জানিয়েছেন -মহেশখালী থেকে ৬ সদস্যের একটি টিম খাদ্য সামগ্রী নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাবেন। প্রায় ৪ লাখেরও বেশী টাকার সামগ্রি কেনা হয়েছে। তার ডাকে সাড়া দিয়ে যারা আর্থিক সহায়তা দিয়েছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে এ খাদ্য সহায়তা বিতরণের জন্য সিলেটে নৌকা প্রস্তুত রাখা হয়েছে। সেখানে রয়েছেন তোফায়েল নামের মহেশখালীর এক সন্তান। পরবর্তীতে কেউ সহায়তা পাঠাতে চাইলে তোফায়েল এর ফোন নম্বর 01861312111 এ যোগাযোগ করার আহ্বান জানান ওসি।
তাছাড়া সিলেটে এ খাদ্য সামগ্রি বিতরণে সার্বিক সহয়তা করবেন সিলেট র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আলম। তার সরকারি নম্বর 01777710955 এ যোগাযোগ করেও সহয়তা পাঠানো যাবে।