এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) প্রনব চৌধুরী জানান- শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর ছিদ্দিক এবং সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস এর নেতৃত্বে পুলিশের একটি দল শাহাব উদ্দিন (৩২) নামের এ আসামিকে গ্রেফতার করেন। শাহাব উদ্দিন শাপলাপুরের ধুইল্যাছড়ি নতুন পাড়া এলাকার জনৈক বশির আহমদ প্রকাশ গাজা বশির এর পুত্র। তার বিরুদ্ধে তিনটি সাাজা পরোয়ানা ও একটি নিয়মিত মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ওসি জানান- শনিবার সন্ধ্যায় এ অভিযান চলাকালে আসামি শাহাব উদ্দিন এর হাতে প্রায় তিনফুট লম্ব একটি দা ছিলো, এ সময় স্থানীয় লোকজনকে কুপিয়ে আহত করার চেষ্টা করে আসামি শাহাব উদ্দিন। পরে স্থানীয় মুখবেকি ঘোনাপাড়া এলাকার জনৈক মোহাম্মদ হোসেনের পুত্র মোহাম্মদ রাশেল (১৮)কে কুপিয়ে আহত করে।
এ ঘটনায় শাহাব উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা হয়। সে একজন 'দুর্ধর্ষ আসামি' বলে জানান ওসি।
উল্লেখ্য -এর আগে শুক্রবার মাতারবাড়ি থেকে আলোচিত মামলায় দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করে পুলিশ।