বার্তা পরিবেশক।। প্রাণ কোম্পানি ও মোবাইল ব্যাংকিং সংস্থা উপায় এর মহেশখালীর এজেন্ট গোরকঘাটার বিশিষ্ট ব্যবসায়ি রোশন আলী হাসানেকে মিথ্যা ভাবে মামলার আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার সম্পত্তি দখল ও মেয়ের বিয়ে পণ্ড করতে বিয়ের আগের দিনই পরিকল্পিত ভাবে এ মামলা করা হয় বলে অভিযোগ তুলেন ওই ব্যবসায়ি। এক ভিডিও বার্তায় তিনি দ্রুত এ মামলা থেকে তাকে অব্যহতি দেওয়ার দাবি জানান তিনি।
তিনি জানান -তার সাথে কতিপয় লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে, বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালত এখানে কাউকে অনধিকার প্রবেশ না করতে নির্দেশনা দিয়েছেন, একই ভাবে এখানে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্যও পুলিশের প্রতি নির্দেশনা দেন। এরই মাঝে তার এ জমি দখল করতে তাকে মিথ্যা ভাবে মামলার আসামি করা হয়। প্রভাবশালী নেতার ইন্দনে এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
মামলার অন্য আসামিদের সাথে তার দূরতম সম্পর্ক নাই উল্লেখ তিনি দ্রুত তাকে মামলা থেকে অব্যহতি দেওয়ার দাবি জানান।
আজ তার মেয়ের বিয়ে রয়েছে, এ বিয়ে পণ্ড করতে বিয়ের আগের দিন তাকে এমন মালার আসামি করা হয় বলেও দাবি তার।