উऊ অবহিত করণ সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য প্রদান করেন আলহাজ্ব আশেক উল্লাহ রফিক মাননীয় সংসদ সদস্য, কক্সবাজার-২, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নূরুল আলম, এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোট, ঢাকা। বিশেষ অতিথি হিসবে আরো উপস্থিত ছিলেন মোকাররমা খানম সহকারী অধ্যাপক সরকরী বঙ্গবন্ধু মহিলা কলেজ মহেশখালী, প্রীতি কনা কমিশনার মহেশখালী পৌরসভা, রুমী শ্রী শীল সহকারী শিক্ষিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব মৌলভী মনজুর আহমেদ বিশিষ্ট শিক্ষানুরাগী, সোলতান মাহমুদ ফরহাদ জোনাল ম্যানেজার ককস বাজার আর এফ এল কোম্পানী লিঃ, সহ সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউছার মাহাবুব এডভোকেট কক্সবাজার জজ কোট। রাজেশ খান্নার সার্বিক ব্যবস্থাপনায় আনোয়ারুল মতিন এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ভার্চুয়াল বক্তব্যে উপকূলীয় বহুমুখী সমবায় সমিতি লি: এর ভূয়সী প্রসংশা করেন এবং উক্ত সমিতি কে বেকার জনগনের পাশে দাঁড়ানোর তাগিদ দেন পাশাপাশি সমিতিকে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার জন্য আর্থিক অনুদানের আশ্বাস প্রদান করেন।
ভার্চুয়াল বক্তব্যে জনাব এরফান উল্লাহ এডিসনাল জাজ সিরাজগঞ্জ বলেন, উপকূলীয় উন্নয়ন বহুমূখী সমবায় সমিতির প্রতিষ্ঠা হতে পাশে থেকে দেখার চেষ্টা করেছেন। প্রতিষ্ঠান অত্যান্ত সচ্ছতার সহিত পরিচালিত হচ্ছে বলে মত প্রকাশ করেন এবং উক্ত সমিতির সফলতা কামনা করেন। বিশেষ অতিথি জনাব নুরুল আলম এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোট, ঢাকা মহোদয় সমিতির দরিদ্র সদস্যদের বিনামূল্যে আইনগত সহায়তা দেয়ার আশ্বাস প্রদান করেন। সভাপতি মহোদয় সভা শেষে উক্ত সমিতি উপস্থিত সকল সদস্যদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করেন।