Advertisement


মহেশখালীতে ব্যাপক কর্মসূচীর মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন


আমিনুল হক।। মহেশখালীতে ব্যাপক কর্মসূচীর মধ্যে দিয়ে পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ,  মহেশখালী উপজেলা শাখার  উদ্যোগে গতকাল বিকালে মহেশখালী পৌরসভাধীন  গোরকঘাটা বাবুর দীঘি সংলগ্ন শ্রী শ্রী কালীমন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য মঙ্গল মহাশোভাযাত্রা শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক আদিনাথ মন্দির প্রাঙ্গনে সমাপ্ত হয়। মঙ্গল মহাশোভাযাত্রা শেষে আদিনাথ মন্দির প্রাঙ্গনে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন,  মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। তিনি হঠাৎ করে গুরুত্বপূর্ণ কাজে চট্টগ্রাম চলে যাওয়ায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন।শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, মহেশখালী উপজেলা শাখার সভাপতি  আশীষ চন্দ্র দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত মঙ্গল মহাশোভাযাত্রা ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী, মহেশখালী  উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাষ্টার ব্রজ গোপাল ঘোষ,  সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর প্রনব কুৃমার দে। এছাড়াও বক্তব্য রাখেন, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, মহেশখালী উপজেলা শাখার উপদেষ্টা যথাক্রমে অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার দাশ, সন্তোষ কুমার দে, প্রিয়তোষ দে, শান্তি লাল নন্দী, বসন্ত কুমার দে, ডাঃ সুজিত কুমার দে, সাবেক পৌর কাউন্সিলর রতন কান্তি দে, মাষ্টার তপন কান্তি দে, কমল কৃষ্ণ ঘোষ, মাষ্টার শম্ভু দে, মেম্বার সুজন কান্তি  দে। স্বাগত বক্তব্য রাখেন, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, মহেশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু মোহন দে। সহ-সাধারণ সম্পাদক  তপন কান্তি দে এর পরিচালনায় ও বাসু দে এর গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, শিক্ষক ও সাংবাদিক আমিনুল হক, পুটিবিলা পাল পাড়া লোকনাথ কিশোর ও গীতা শিক্ষা  সংঘের সাংগঠনিক সম্পাদক নিপ্পন পাল, নবজাগরণ ক্লাব ও গীতা শিক্ষা সংঘের পক্ষে সাবেক পৌর কাউন্সিলর সনজিত চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মহেশখালী পৌর শাখার সভাপতি ঝুলন দাশ, শ্রীশ্রী আদিনাথ নাম হট্ট সংঘের পক্ষে মাষ্টার প্রনব কুমার দে,  জন্মাষ্টমী উদযাপন পরিষদ মহেশখালী কলেজ শাখার পক্ষে শিপন ঘোষ, শ্রী শ্রী অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ আদিনাথ ঠাকুরতলা শাখার সাধারণ সম্পাদক নীল কান্ত দে, বিজয়রাম সর্দার পাড়া ও চরপাড়া শাখার সাধারণ সম্পাদক তাপস দে, বলরাম পাড়া শাখার পক্ষে সুমন দে, গোরকঘাটা হিন্দু পাড়া শাখার পক্ষে ভ্রমর দে, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট মহেশখালী উপজেলা শাখার পক্ষে অসীম কুমার দে। 

 

এদিকে একই দিন সকালে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শ্রীশ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। হোয়ানকের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল মহাশোভাযাত্রায় উপস্থিত ছিলেন, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, মহেশখালী উপজেলা শাখার সভাপতি আশীষ চন্দ্র দে, সাধারণ সম্পাদক রাজু মোহন দে, সহ-সভাপতি রনব দে, অর্থ সম্পাদক দীপক দে। এছাড়াও হোয়ানকের যথাক্রমে নিপেন্দ্র দে, বিপন দে, ডাঃ রতন কান্তি দে, কার্তিক দে, মাষ্টার অধীপ দে, তপন কান্তি দে, সনজিত দে, ডাঃ সুজন কান্তি ঘোষ, ডাঃ বিষু কুমার দে, সুমন কান্তি ঘোষ, হরিরাম দে, প্রদীপ দে সহ সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।  

জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে গতকাল ব্যাপক কর্মসূচী পালন করা হয়েছে। এসব কর্মসূচীতে মঙ্গল মহাশোভাযাত্রা ও আলোচনা সভা ছাড়াও মধুসুদন স্ততি, নগর কীর্ত্তণ, গীতা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ,  ভগবান শ্রীকৃষ্ণের পূজা এবং ব্রত ও ব্রতীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি ও সমবেত উপাসনা, বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা, ভোগারতি, প্রদর্শনী, শ্রীকৃষ্ণের পালা কীর্ত্তণ ও সারারাত ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। এদিকে শান্তি শৃংখলার মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হওয়ায় মহেশখালী থানার পুলিশ প্রশাসন, সাংবাদিক ও সনাতন ধর্মাবলম্বী সকল নারী-পুরুষ, পূজারী ও ভক্তবৃন্দদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, মহেশখালী উপজেলা শাখার সভাপতি আশীষ চন্দ্র দে ও সাধারণ সম্পাদক রাজু মোহন দে।