কালারমার ছড়া সংবাদদাতা।। মহেশখালীর কালারমার ছড়া এসপিএম প্রকল্প থেকে গুরুত্বপূর্ণ ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে নিরাপত্তা কর্মী এ চোরের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিরাপত্তাকর্মী আহত হয়েছ বলে জানা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে।
কালারমার ছড়া ইউনিয়নের নয়াপাড়ার কাছে চলছে সরকারের গুরুত্বপূর্ণ এসপিএম প্রকল্পের কাজ। প্রকল্প থেকে প্রায় সময় মালামাল চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেই আসছে। স্থানীয় একটি সিন্ডিকেটের যোগসূত্রতায় আরোপিত এসব চুরিকাণ্ডে প্রকল্প সংশ্লিষ্ট লোকজনও জড়িত বলে তথ্য রয়েছে। সম্প্রতি এমন চুরির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে স্থানীয় ১০ ব্যক্তি প্রকল্প থেকে চাকুরীচুত হয় বলেও সূত্রে প্রকাশ। এ পরও থামেনি চুরির ঘটনা।
গত সোমবার রাতে প্রকল্পের সীমানা প্রাচীর ডিঙিয়ে ভেতরে প্রবেশ করে প্রকল্পের কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ক্যাবল নিয়ে যাচ্ছিলো চোরের দল। নিরাপত্তা কর্মীরা চোরদের আটক করতে চাইলে ঘটে মারামারির ঘটনা। এ সময় একজন নিরাপত্তাকর্মী আহত হয় বলে সূত্রে প্রকাশ।
এ অবস্থায় ওই এলাকায় নিরাপত্তা জোরদার করার প্রতি গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা।