সূত্র জানায়- বেলা ১১টার দিকে উপজেলার কালারমার ছড়ার ঝাপুয়া বাজারের এলাকায় একটি সিএনজি চালিত টেক্সি যাত্রী নিয়ে উপজেলা সদরের অভিমুখে আসছিলো। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ওই যাত্রিবাহী টেক্সিতে ধাক্কাদেয়। এতে টেক্সিটি মুচড়ে যায়৷ এ সময় সামান্য আহত হয়ে ভাগ্যক্রমে টেক্সির যাত্রীরা বেঁচে যান।
আহত যাত্রী বড় মহেশখালী বড় ডেইল এলাকার বাসিন্দা মোহাম্মদ সোহেল জানান- সম্পূর্ণ অন্যায় ভাবে মাটি বহনের ডাম্পার গাড়িটি তাদের বহনকারী টেক্সিতে ধাক্কা দেয়।
ঘটনার পর স্থানীয় জনতা ডাম্পারটি আটক করে রাখেন এবং এ নিয়ে পরিবহন সংগঠনগুলো দফারফা করছে বলে জানা গেছে।
গাড়ির ড্রাইভর মোহাম্মদ ওসমান জানান- ঋনের টাকায় সিএনজি কিনেছি। গায়ে পড়ে অহেতুক এসে ডাম্পারটি তার গাড়িতে ধাক্কা দেয়। এতে অল্পের জন্য যাত্রীরা রক্ষা পেলেও গাড়িটা রক্ষা পায়নি।