নিউজরুম।। বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আবু তৈয়ব নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বিকেলে সোনাদিয়ার কাছাকাছি সমুদ্র এলাকায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। কক্সবাজার সদর থানার ওসি সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত: গতকাল দুপুরে কক্সবাজারের নাজিরটেক কাছে সমুদ্র এলাকায় এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা একাধিক জেলে নিখোঁজ হন। পরে ১১ জনকে উদ্ধার করা হলেও আরও একাধিক জেলে নিখোঁজ থাকে। আজ বিকেলে সোনাদিয়ার কাছ থেকে এই জেলের লাশ উদ্ধার করা হয়।