ডেস্ক রিপোর্ট।। মহেশখালীতে ক্রেতা সেজে পুলিশ অভিযান চালিয়ে ৪০০পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে। সোমবার সন্ধ্যায় বড় মহেশখালীর মাহারাপাড়া এলাকা থেকে মঞ্জুর আলম নামের এ যুবককে গ্রেফতার করা হয়। মঞ্জুর একজন মাদক ব্যবসায়ি বলে পুলিশ জানিয়েছে। মন্জুর কক্সবাজার সদর থানাধীন খুরস্কুল এলাকার বাসিন্দা।
মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) প্রণব চৌধুরী জানান- সন্ধ্যায় বড় মহেশখালীর মাহারাপাড়া এলাকার জনৈক আনুমিয়ার বাড়ির সামনে পাকা সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ৩৫ বছর বয়সি এই মঞ্জুর আলম কক্সবাজার সদর থানাধীন খুরস্কুল ডেইলপাড়া এলাকার জনৈক খুইল্ল্যা মিয়ার পুত্র। তার শশুরবাড়ি বড় মহেশখালীর মাহারাপাড়া এলাকায় কলামদারের বাড়ি। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ইয়াবাগুলো সে মহেশখালীর বড়ডেইল এলাকার জনৈক আবুল কালাম এর কাছ থেকে সংগ্রহ করে বলে জানায়।
ওসি জানান- মূলতঃ পুলিশ ছদ্মবেশে মাদক ক্রেতা সেজে অভিযান চালিয়ে এই ব্যক্তিকে ৪০০পিস ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হন। এ নিয়ে সংশ্লিষ্ট আইনে পুলিশ বাদি হয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) প্রণব চৌধুরী জানান- সন্ধ্যায় বড় মহেশখালীর মাহারাপাড়া এলাকার জনৈক আনুমিয়ার বাড়ির সামনে পাকা সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ৩৫ বছর বয়সি এই মঞ্জুর আলম কক্সবাজার সদর থানাধীন খুরস্কুল ডেইলপাড়া এলাকার জনৈক খুইল্ল্যা মিয়ার পুত্র। তার শশুরবাড়ি বড় মহেশখালীর মাহারাপাড়া এলাকায় কলামদারের বাড়ি। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ইয়াবাগুলো সে মহেশখালীর বড়ডেইল এলাকার জনৈক আবুল কালাম এর কাছ থেকে সংগ্রহ করে বলে জানায়।
ওসি জানান- মূলতঃ পুলিশ ছদ্মবেশে মাদক ক্রেতা সেজে অভিযান চালিয়ে এই ব্যক্তিকে ৪০০পিস ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হন। এ নিয়ে সংশ্লিষ্ট আইনে পুলিশ বাদি হয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।