Advertisement


মহেশখালীর কুতুবজোম থেকে ইয়াবাসহ যুবক গ্রেফতার


নিউজরুম।। মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের দৈলারপাড়া এলাকা থেকে ৪০০পিস ইয়াবাসহ লুতু মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একটু আগে তাকে গ্রেফতার করা হয়।

মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান- পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুতুবজোর দৈলারপাড়া কালামিয়া বাজার এলাকায় এ অভিযান চালায়। মূলতঃ পুলিশ ফাঁদপেতে এই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন।

৩০ বছর বয়সি লুতু মিয়া কুতুবজোমের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা জনৈক জাগির হোসেন এর সন্তান।

ওসি জানান- দৈলারপাড়াস্থ কালামিয়া বাজারের দক্ষিণ পাশে দানু মিয়ার অটো গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৪০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজ রাত ৯টার কিছু সময় পর পুলিশ ইয়াবাসহ মাদক কারবারি লুতুমিয়াকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

২২ সেপ্টেম্বর/বৃহস্পতিবার/